
বৃষ্টির ফলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ফের ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে ১৬ জলকপাট। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হঠাৎ করে লেক তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটের পর ১০৮.৬৫ ফুট মীনস সি লেভেল অতিক্রম করায় অথাৎ বীপদসীমা অতিক্রম করায় কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হয়। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
উল্লেখ্য, কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা একশ নয় এম এস এল মীনস সি লেভেল।
পূর্বকোণ/পিআর