চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

উখিয়ায় ৯০ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

উখিয়ায় ৯০ হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এসময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো-মাহমুদা খাতুন (৫৯) ও সাজেদা খাতুন সাজু (১৯)।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের সাদ্দাম হোসাইন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ আছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় র‍্যাব সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে মাহমুদা খাতুন ও সাজেদা খাতুন সাজুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সাদ্দাম, মহিউদ্দিন ও হেলাল উদ্দিন পালিয়ে যায়।

 

পরে তাদের দেয়া তথ্যমেত পলাতক মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়।

 

র‍্যাব ১৫ এর কর্মকর্তা আ.ম ফারুক জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট