চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

রাউজানে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনতার হাতে একজন ধরা

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় ধাওয়া করে ধরে অস্ত্রসহ নুর মিয়া (৩৫) নামে এক সন্ত্রাসীকে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (৬ নভেম্বর) বিকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নুর মিয়া ওই ইউনিয়নের হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্লব তালুকদার বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, ৪-৫ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মহড়া দিলে স্থানীয় জনতা ঘিরে ধাওয়া দেয়। এ সময় সন্ত্রাসীরা কয়েকটি গুলি ছুড়ে। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় শফি চেয়ারম্যান বাড়ি এলাকায় নুর মিয়াকে অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নুর মিয়া স্বীকার করে বলেন, তার সাথে সোলাইমান, নাছির, কাজল, হাসান ছিল। আর গইত্তাম ন বদ্দা ভুল অইয়্যি অর্থাৎ আর করব না, আমার ভুল হয়েছে।

স্থানীয় বাসিন্দা ফারুক নামে একব্যক্তি বলেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয়রা ঘিরে ফেললে ৩-৪ জন পালিয়ে গেলেও নুর মিয়া ধরা পড়ে। এরপর তাকে রাউজান থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘নুর মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্রটি দেশীয় তৈরি এলজি নিশ্চিত করে অস্ত্রটি তার (নুর মিয়া) কাছে পাওয়া গেছে কিনা তা সন্দেহ আছে।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট