চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে দুদিনের ব্যবধানে প্রবাসীর বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ চুরি হয়েছে৷ শুক্রবার দিবাগত রাতে মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের সমু কাজী বাড়ির প্রবাসী হারুন অর রশিদের ঘরে চুরি হয়৷

পরিবারের দাবি, রাতে ঘরে কেউ না থাকার সুবাদে দরজা ভেঙ্গে রাতের কোনো একসময় আলমারি ও ওয়ারড্রবের তালা খুলে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি হয়৷ শনিবার জরুরি প্রয়োজনে বাড়িতে এসে দেখে ঘরে চুরি হয়েছে৷ এই ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে৷

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, চুরির খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শনে গেছে৷ অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব৷

উল্লেখ্য, গেলো দুদিন আগে উপজেলা হিঙ্গুলী ইউনিয়নসহ সম্প্রতি মিরসরাই উপজেলা জুড়ে বেড়েছে চুরি ডাকাতির ঘটনা৷ এতে আতঙ্ক ও নিরাপত্তা সংকটে ভুগছে বাসিন্দারা৷ গত ছয় মাসে ঘটেছে শতাধিক চুরি-ডাকাতির ঘটনা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট