চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে গোয়ালঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে গোয়ালঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে মুহাম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মুহাম্মদ আলী লেলাং ইউনিয়ন ৭নং ওয়ার্ড়ের আনন্দ বাজার এলাকার আব্দুল মুন্সি বাড়ির বাসিন্দা।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাবার আগে স্বজনরা মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে। পরে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের গলায় দাগ ছাড়া কোন আঘাতের চিহ্ন নাই। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট