গ্রিল কেটে মসজিদে প্রবেশ করে চোরের দল
৩ লাখ টাকার মালামাল চুরি
গ্রিল কেটে মসজিদে দুর্ধর্ষ চুরি ফটিকছড়িতে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওমর কাজী বাড়ি জামে মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৫ সেপ্টেম্বর মধ্যরাতে এ ঘটনা ঘটে।
চোরের দল গ্রিল কেটে মসজিদে প্রবেশ করে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল চুরি করে পালায়। এই নিয়ে মসজিদ কমিটির দায়িত্বরতরা ভূজপুর থানায় অভিযোগ করেন।
ভূজপুর থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে ভূজপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছি।
পূর্বকোণ/মুন্না/পারভেজ