উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ আয়োজিত র্যালি
পেকুয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
কক্সবাজারের পেকুয়ায় পবিত্র ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উদযাপিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পেকুয়া উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে এক র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া বাজারের সমবায় কমিউনিটি সেন্টারে এক আলোনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের সভাপতি ইউনুস কাদেরী এতে সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় সভা শেষে দোয়া, মোনাজাত, তবররক বিতরণ করা হয়।
উল্লেখ্য,আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তিনি। ৬৩ বছর বয়সে একইদিনে তিনি ইন্তেকাল (ওফাত) করেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পেকুয়ায়ও পবিত্র এই দিনটি উদযাপনের অংশ হিসেবে শনিবার সকাল থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি পেকুয়ার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে জাতীয় পতাকা এবং কালিমা তাইয়্যেবা লেখা ব্যানার ও পতাকা দিয়ে সাজানো হয়েছে, যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। তাতে মহানবীর (সা.)’র জীবন ও শিক্ষার ওপর আলোকপাত করা হয়। পেকুয়ায় বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠনগুলো এই দিনটি পালনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।