চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় মামাকে গুলি করা সেই ভাগিনাসহ গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামাকে গুলি করার ঘটনায় ভাগিনাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ‎
‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে সরফভাটা এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও তিনটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ (৩১) ও তার সহযোগী আশরাফ আলী সিকদার (১৯)। এদের মধ্যে পারভেজ সরফভাটা ইউনিয়নের সিপাহীপাড়ার মৃত আবুল আবছারের ছেলে এবং আশরাফ তালেব উল্ল্যাহ সিকদার বাড়ির মো. একরাম সিকদারের ছেলে।

জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা পারভেজ একসাথে গোসল করছিল। গোসল সেরে ভাগিনা পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল করিমের কাপড়ে পা দেয়। এতে মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়। বিষয়টি বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। এতে ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি থেকে অস্ত্র এনে মামাকে গুলি করলে মামা ফজলুল করিম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেন ফজলুল করিম। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে পারভেজ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

পুলিশ জানায়, পারভেজ সরফভাটার ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত আসামি।

‎দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামাকে আহত করা হত্যা মামলার আসামি পারভেজ ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট