
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. তাহমিদুল ইসলাম তৌহিদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ফকিরামুরা মাদ্রাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.তাহমিদুল ইসলাম তৌহিদ কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুনিয়াছড়া এলাকার মো. শেফায়েত উল্লাহর ছেলে।
দক্ষিণ মিটারছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (কোচ নং-৮২২) ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রামুতে রেল লাইনের সংযোগ সড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। রেললাইনের আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অবিলম্বে রেললাইনের পাশে ফেন্সিং, সতর্কীকরণ সাইনবোর্ড এবং গেইটম্যান নিয়োগের দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্বকোণ/পিআর