চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মিরসরাইয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

মিরসরাইয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

মিরসরাই সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একপক্ষের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার পশ্চিম পার্শ্বে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিনের অনুসারী মিরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মহাসড়কে মিছিল বের করে থানার পশ্চিম পার্শ্বে পৌঁছালে উত্তরজেলা বিএনপির সদ্য বহিস্কৃত যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীতের সাথে তাদের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট