
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে আদনান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দরিয়া খাঁ উকিল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আদনান দরিয়া খাঁ উকিল বাড়ির প্রবাসী বাবলুর দ্বিতীয় পুত্র।
প্রতিবেশী আনিছ ও আরমান জানান, বুধবার দুপুরে পরিবারের সবাই যে যার কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে গিয়ে হয়তো পাশের পুকুরে পড়ে যায় আদনান।
পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে নানুপুর মাতৃসদন হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর