
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের গোলক প্রতিমা ছড়ার ওপর নির্মিত কালভার্টটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বছর খানেক আগে সেতুর মাঝ বরাবর দুটি অংশ ভেঙে পড়লেও এখনো তা মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
ভাঙা অংশে জোড়াতালি দেওয়া কাঠের টুকরোই পথচারী ও শিক্ষার্থীদের একমাত্র ভরসা। প্রতিদিন সাত-আটটি গ্রামবাসী ও শিক্ষার্থীরা বাধ্য হয়ে এই ভাঙা সেতুতেই চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিশুসহ শিক্ষার্থীরা ভয়ে ভয়ে পার হয়।
সন্ধ্যার পর অন্ধকারে প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারীরা। ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, গোলক প্রতিমাছড়ার ওপরের কালভার্টের দুটি অংশ ভেঙে পড়ে গেছে। কাঠের টুকরোর জোড়াতালির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। কালভার্টটি জরুরি ভিত্তিতে মেরামত বা নতুনভাবে নির্মাণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তিনি।
পূর্বকোণ/ইবনুর