চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাঁশখালীতে হাজারো মানুষের উল্লাসে জশনে জুলুস পালিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাঁশখালীর কাথরিয়ায় স্বাগত র‌্যালি

বাঁশখালীতে হাজারো মানুষের উল্লাসে জশনে জুলুস পালিত

বিজ্ঞপ্তি

৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ

ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন মধুর কণ্ঠে হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো মানুষের উল্লাসে সর্ববৃহৎ জশনে জুলুসে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত ,গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা ও আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার কাথরিয়া ইউনিয়নে এ জশনে জুলুস পালিত হয়।

 

এ সময় জশনে জুলুসে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে কাথরিয়ার চুনতি বাজার জমায়েত হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে কাথরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। 

 

এদিন জশনে জুলুসের র‍্যালি ও মিলাদ মাহফিল থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। এ সময় জশনে জুলুসে সর্বস্তরের সুন্নী জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র-সমাজসহ বিভিন্ন স্তরের জনসাধারণ অংশ নেন।

 

এ সময় র‍্যালি শেষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল মালেক আশরাফি, মাওলানা নেছার উদ্দিন মুনিরী, মাওলানা আবদুর রহমান, গাউছিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, সার্জেন্ট নুর হোসাইন, বোয়ালখালী সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান প্রমুখ।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট