চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

চবিতে ‍১০টি আবাসিক হল স্থাপনে সরকারকে ডিপিপি পাঠানোর সিদ্ধান্ত
(চবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা

চবিতে ‍১০টি আবাসিক হল স্থাপনে সরকারকে ডিপিপি পাঠানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

২ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মোট ১৩টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ১০টি হল ও ২টি অ্যাম্বুলেন্স ক্রয়ে ডিপিপি প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। 

 

বিশ্ববিদ্যালয়ের গৃহীত ১৩ সিদ্ধান্ত হলো– গত শনিবার ও রোববার (৩০ ও ৩১ আগস্ট) চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় দুষ্কৃতকারী কর্তৃক হামলার ঘটনায় আহত সকল শিক্ষার্থীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা ও ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করা। উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুত করা।

 

গত শনিবার ও রোববার সংঘটিত ঘটনা তদন্ত করে এর কারণ অনুসন্ধান, দোষীদের চিহ্নিতকরণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। 

 

এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট