
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম, আনসার বাহিনী ও স্থানীয় এলাকাবাসী।
এ সময় প্রায় ৩০০ (তিনশত) ঘনফুট বালু জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে হালদা নদীর বেড়িবাঁধের সিসি ব্লকের পাশ থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে কৃষিজমি, বসতভিটা ও নদীর পাড় ভেঙে হালদা নদী ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে।
অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে হালদা নদী রক্ষা পাবে।
পূর্বকোণ/মুন্না/এএইচ