চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

‎রাঙ্গুনিয়ায় ভাগিনার গুলিতে আহত মামা, থানায় মামলা
প্রতীকী ছবি

‎রাঙ্গুনিয়ায় ভাগিনার গুলিতে আহত মামা, থানায় মামলা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২৫ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় ঠুনকো ঘটনায় ভাগিনার গুলিতে আহত হয়েছে মামা। আহতের নাম মো. ফজলুল করিম (৫৩)। গত রোববার (৩১ আগস্ট) রাতে সরফভাটা সিপাহী পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

‎সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়ায় গত রোববার সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা পারভেজ এক সাথে পুকুরে গোসল করছিল। গোসল সেরে ভাগিনা পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল করিমের কাপড়ে ভেজা পা দিলে এতে মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়।

‎আহতের ভাই জাহাঙ্গীর বলেন, ভাগিনার বিষয়ে বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। এতে ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি থেকে অস্ত্র এনে মামাকে গুলি করলে মামার শরীরে তিনটা গুলি বিদ্ধ হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে।

‎দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, সরফভাটা ইত্যাদি চত্বরে মামুন হত্যার তালিকাভুক্ত আসামী পারভেজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামাকে আহত করে। পারভেজকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট