চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে গাড়িচাপায় প্রাণ হারাল স্কুলছাত্র

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

১ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল হোসেন ফাহিম (১৬)। সে উপজেলার ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে ও টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে জানান, সকাল আনুমানিক ৯টার দিকে শিক্ষার্থী ফাহিমকে টেরিয়াইল বহু মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ফাহিম গুরুতর আহত হলে স্কুলের শিক্ষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/সৌমিত্র/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট