চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

দুর্নীতির অভিযোগ তুলে পেকুয়ায় প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে স্কুল গেটে তালা!

নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

১ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ চেয়ে তাকে স্কুলে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা গেটে তালাও ঝুলিয়ে দেয়। শিক্ষক জাহেদ উল্লাহ দেড় ঘণ্টা স্কুলের গেটে আটকে থাকার পর ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির মধ্যস্থতায় বিদ্যালয়ে প্রবেশ করে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজাখালী এয়ারআলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্কুলের ছাত্র-ছাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের প্রধান শিক্ষক সবার সাথে খারাপ আচার-আচরণ করে আসছেন। দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে অর্থ আদায় ও বিদ্যালয়ের অর্থও লুটপাট করেছেন তিনি। এক দফা এক দাবি তুলে আমরা তাকে স্কুল থেকে অপসারণ চাই।

এই বিষয়ে প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ বলেন, আমি আজ সকাল ৮টায় স্কুলে আসি। এখানে এসে দেখি শিক্ষার্থীরা আমাকে আটকিয়ে রাখে। ছাত্ররা আমাকে লাঞ্ছিত করে। আমি দেড়ঘণ্টা ধরে বাইরে দাঁড়িয়ে ছিলাম। পরে সভাপতি মহোদয়কে নিয়ে বৈঠক করে এখন স্কুলে আছি। তবে বাইরের কিছু মানুষের ইন্ধনে এটি করা হচ্ছে বলে মনে করেন প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ।

এই বিষয়ে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার আবু জাফর (এমএ) বলেন, স্কুলে সকালে ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে আন্দোলন করছে। এটা স্বাভাবিক হয়ে থাকে। সকালেই এটা সমাধান হয়ে গেছে।

 

পূর্বকোণ/এমরান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট