চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আনোয়ারায় শুক্কুর হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে গ্রেপ্তার

আনোয়ারায় শুক্কুর হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২৫ | ১:৩৩ অপরাহ্ণ

১৪ বছর আগে আনোয়ারায় খালে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে আব্দু শুক্কুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আহামদ মিয়া (৪৫) কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার সময় কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আহামদ মিয়া আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের খাইরুজ্জামানের ছেলে।

 

জানা গেছে, ২০১১ সালের ১৯ অগাস্ট স্থানীয় খালে জাল বসানো নিয়ে নিহত শুক্কুরের সঙ্গে আসামিদের ঝগড়া হয়। এদিন গভীর রাতে ফোন করে কেউ একজন শুক্কুরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে যেতে বলে। সেই রাতে ঘর থেকে বের হওয়ার পর শুক্কুর নিখোঁজ ছিলেন। একদিন পর সকালে স্থানীয় মো. শহীদুল্লাহ নিজের ধানের জমিতে শুক্কুরের লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ মিজান বাদী হয়ে মামলা করেন।

 

এ মামলায় ২০১২ সালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক গত ৪ আগস্ট সোমবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান গ্রেপ্তারকৃত আসামি আহামদ মিয়াসহ ৫ জনের মৃত্যুদণ্ড রায় দেন।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আহামদ মিয়াকে কক্সবাজারের উখিয়া থানা গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল সোমবার জেলে পাঠানো হবে।

 

পূর্বকোণ/সুমন/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট