চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে চোর সন্দেহে দুই যুবককে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চোর সন্দেহে দুই যুবককে পুলিশে দিল জনতা

ফটিকছড়ি সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৫ | ১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকা থেকে চোর সন্দেহে দুই যুবককে আটকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। দুই যুবক হলো-মুহাম্মদ আলী ও রিপন দাশ। তারা দুজনই হাটহাজারী উপজেলার বাসিন্দা।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এবিসি এলাকার চৌধুরী বাড়ির আশেপাশে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে দুই যুবক সন্দেহভাজন চলাচল করলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসীরা জড়ো হয়ে তাদের আটক করে। আটককৃতদের আচরণ, কথাবার্তা সন্দেহ হলে রাতভর আটকে রেখে সকালে থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ পরবর্তী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট