
কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ১টি দেশীয় একনলা পিস্তল এবং ৫টি ধারালো কিরিচ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে নৌবাহিনী অভিযান চালায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে চিহ্নিত সন্ত্রাসী এরশাদ উল্লাহর বাড়িতে তল্লাশি করে একনলা পিস্তল এবং ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ ফকিরজুম পাড়ার পাহাড়ে পালিয়ে যায়। তবে তাদের ফেলে রাখা ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ