চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেপ্তার
ইয়াবা ও সিএনজিসহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী

টেকনাফে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৫ | ৮:৩১ অপরাহ্ণ

টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সহায়তায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

 

আটকরা হলেন—উখিয়ার জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ রফিক (২৯) ও বান্দরবানের আলীকদমের আবুল কাশেম (২৬)।

 

২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে কুতুপালং থেকে টেকনাফগামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টে থামানো হয়। এ সময় ক- ৯ ইউনিটের কুকুর ‘মেঘলা’ (বিজিডি-১০৮৯) গাড়ির ভেতরে রাখা একটি বস্তায় সংকেত দেয়। পরে বস্তার ভেতরে রাজমিস্ত্রীর সরঞ্জামের নিচে লুকানো বিশেষভাবে মোড়কজাত ইয়াবা উদ্ধার করা হয়।

 

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও সিএনজি অটোরিকশা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট