চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কুতুবদিয়া সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৫ | ৯:০৪ অপরাহ্ণ

সাগরে মাছ ধরার ট্রলারের সাথে জাহাজের ধাক্কা লেগে নিখোঁজ হওয়া জেলে আব্দুল আজিজ প্রকাশ কালুর (৩২) মরদেহ ভেসে এসেছে কুতুবদিয়ায়।

 

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের অলিপাড়া সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। কালু ওই ইউনিয়নের বরইতলী পাড়ার আবু ছৈয়দের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উদ্ধারের আগে মরদেহটি ভেসে আসার খবর ছড়িয়ে পড়লে সেখানে পৌঁছে পরিচয় শনাক্ত করেb নিখোঁজের স্বজনরা। পরে পুলিশ মরদেটি উদ্ধার করেন।

 

বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানায়, উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, বুধবার (২৭ আগস্ট) উত্তর ধুরুং মনছুর আলি হাজির পাড়ার মো. ইউনুছের মালিকানাধীন একটি ছোট ফিশিং বোট সাগরে মাছ ধরতে যায়।

 

একই দিন বৈরী আবহাওয়ার কারণে তীরে ফিরে আসার মুহূর্তে কুতুবদিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন আজিজ।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট