
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার সংলগ্ন রহমত বাড়িতে মুহাম্মদ ইয়াকুব নামে এক কৃষকের পাতানো ফাঁদে আটকালো এক মেছোবাঘ।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে কৃষক দেখতে পান তার ফাঁদে আটকে পড়ে আছে সেই মেছোবাঘ।
ঘটনা জানাজানি হলে বাঘ দেখতে ভিড় করে উৎসুক জনতা।
স্থানীয়রা ওই প্রাণীর শারীরিক ঘটন, আবয়ব আচরণ দেখে এটিকে মেছোবাঘ বলে শনাক্ত করেন।
নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
কৃষক ইয়াকুব জানান, প্রতিরাতে তার পালিত হাঁস-মুরগি খেয়ে ফেলত। তাই সে ফাঁদ পেতেছিল। ওই ফাঁদেই আটকালো বাঘটি। এর ওজন আনুমানিক ১৫ কেজি।
প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে এটিকে মেছোবাঘ বলেই মনে হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ