
বোয়ালখালীতে একটি সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে শিশুসহ ৪ যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীরা হলেন পশ্চিম গোমদণ্ডীর মো. ইসমাইলের স্ত্রী দিলুয়ারা বেগম (৩০), তাদের ৬ মাস বয়সী ছেলে আদিল এবং একই এলাকার মো. ইলিয়াস (৩৫) ও মূছা আলম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে অটোরিকশাটি শাকপুরা চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল সামনে পড়লে তাকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে গাড়িটিতে বসা যাত্রীরা আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.সাবরিনা বলেন, আহতদের চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আহত ইলিয়াসের হাত ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পূজন/আরআর