
চট্টগ্রামের হাটহাজারীতে সংরক্ষিত বনের সেগুন কাঠ কাটতে গিয়ে দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পৌরসভার পশ্চিম দেওয়ান নগর ওয়ার্ডের ফায়ার সেন্টার এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দেওয়ান নগর ২ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. আনিস (২২) ও একই এলাকার ১ নম্বর ওয়ার্ডের হারুন রশিদের ছেলে মো. সোহেল (২৮)। এ সময় আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
হাটহাজারী বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালান। পশ্চিম হাটহাজারীর সংরক্ষিত বনের লম্বোটিলা এলাকায় আসামিরা কাঠ কেটে একটি পিকআপে তুলছিলেন। কর্তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সহায়তায় দুজনকে ধরা সম্ভব হলেও বাকি দুজন পালিয়ে যায়।
অভিযানে একটি পিকআপ (চট্টমেট্রো-ম ১১-০৮২১), ১২ টুকরা সেগুন গোলকাঠ (২৩.৩৭ ঘনফুট) এবং গাছ কাটার ১৫টি সরঞ্জাম জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে নাজিরহাট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বন বিভাগের টিশিয়ান কর্মকর্তা বাদী হয়ে গ্রেপ্তার দুইজনসহ মোট চারজনের বিরুদ্ধে বন আদালতে মামলা করেছেন। অন্য আসামিরা হলেন- দেওয়ান নগরের আবুল কালামের ছেলে মো. মোর্শেদ ও সন্দ্বীপপাড়া এলাকার মো. মজিদের ছেলে নূর মোহাম্মদ।
জব্দকৃত কাঠ, সরঞ্জাম ও পিকআপ বর্তমানে হাটহাজারী বিট কাম স্টেশন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার দুই যুবককে মঙ্গলবারই আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ