চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

৪০ জেলেসহ ৫টি ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি
ফাইল ছবি

আজ আবারও একটি নৌযানসহ ছয় জেলে ধরে নিয়ে যায় আরাকান আর্মি

নাফনদী থেকে ৪ দিনে ৩৯ জেলেকে অপহরণ

টেকনাফ সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ণ

টেকনাফের নাফ নদী থেকে চারদিনে পাঁচটি ট্রলারসহ ৩৯ জন জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

 

সবশেষ আজ মঙ্গলবার সকাল ১১টায় নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আবারও একটি মাছ ধরার নৌযানসহ বাংলাদেশি ছয় জেলেকে ধরে নিয়ে যায় তারা।

 

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, জেলেসহ যে নৌযানটি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে সেটি আবদুল হাফেজ নামের এক মাঝির। নৌযানটিতে আবদুল হাফেজসহ ছয়জন মাঝিমাল্লা ছিলেন।

 

ফিশিং ট্রলারের মালিক ও মাঝি আবদুল হাফেজের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে জানিয়ে আবুল কালাম বলেন, নাইক্ষ্যংদিয়া এলাকায় স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা ওত পেতে ছিলেন। এ সময় নৌযানটিকে ধাওয়া দিয়ে ছয় জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা। মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। প্রায় প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছেন।

 

গত বছরের ডিসেম্বর থেকে মঙ্গলবার (২৬ আগস্ট) পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৫০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট