চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

বান্দরবানে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইমরান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় লামার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

 

গ্রেপ্তার ইমরান আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দা নুর আহাম্মদ বাসির ছেলে। 

 

আজিজনগর ইউনিয়নের সদস্য মো. আবুল হাসেম জানান, গত রবিবার বিকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা বাইরে যান। এই সুযোগে ইমরান তাকে ধর্ষণ করে। পরের দিন বিকেলে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহমেদ মোরশেদ জানান, গ্রেপ্তার ইমরানকে আজিজনগর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আর মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট