চট্টগ্রাম রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা যুবক আহত
তুমব্রু সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণ স্থল

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা যুবক আহত

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০২৫ | ৬:২১ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. রকি আলম (২৬), মোহাম্মদ ইদ্রীস (৩০) ও মোহাম্মদ ইলিয়াছ (২৭)।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আহত যুবক রকি আলম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মানবিক বিবেচনায় তাঁকে উখিয়ার কুতুপালং এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।’

এছাড়াও, শনিবার রাতে তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে আরও একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইলিয়াছ ও ইদ্রিস নামে দুই রোহিঙ্গার পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট