
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় তোফাইল আহমদ (৩৩) নামে এক যুবদল কর্মীকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) ভোরে কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তোফায়েল আহমেদ কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা মরহুম ছিদ্দিক মাতাব্বারের ছেলে ও জুলাই আন্দোলনে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর চাচা।
জানা যায়, উপজেলার কালারমারছড়া বাজারের পশ্চিমে আট জইন্যা ঘোনায় এ মৌসুমে চিংড়ি চাষ করছিলেন যুবদল কর্মী তোফাইল আহমেদ ও তার পরিবারের সদস্যরা। গতকাল রবিবার ভোররাতে একদল সশস্ত্র ডাকাত ওই ঘোনায় হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউল্যার ব্রিজের পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহতের বড় ভাই ও কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী জানান, আওয়ামী লীগের পলাতক চেয়ারম্যান তারেক শরীফ, কালাবদা, লম্বা তারেক ও রশিদ বাহিনীর প্রধান রশিদসহ ২৫/৩০ জনের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
পূর্বকোণ/পিআর