চট্টগ্রাম রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

ছাদে খেলারত শিশু বিদ্যুৎস্পৃষ্ট, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি
ফাইল ছবি

ছাদে খেলারত শিশু বিদ্যুৎস্পৃষ্ট, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি

কর্ণফুলী সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৫ | ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিশু কানন স্কুলসংলগ্ন সাতকানিয়া ভবনের ছাদে খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজুর ছেলে সিয়াম। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম খেলার ছলে ভবনের ছাদে উঠলে পাশ দিয়ে যাওয়া একটি উন্মুক্ত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হয়। এ সময় আরও দুই শিশু আঘাতপ্রাপ্ত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছে। আহত সিয়ামকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে সিয়ামের পিতা মোহাম্মদ রাজু বলেন, বাড়ির পাশের ভবনের ছাদ দিয়ে যে বিদ্যুৎ লাইন গেছে, সেটিতে কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না। এ কারণে আমার ছেলে এমন দুর্ঘটনার শিকার হয়েছে।

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট