চট্টগ্রাম রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

পেকুয়ায় সাংবাদিক পরিবারের জমি দখল মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার আবুল কালাম বাহাদুর (৫০)

পেকুয়ায় সাংবাদিক পরিবারের জমি দখল মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৫ | ১০:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিক পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখল করে গভীর রাতে ঘর নির্মাণের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে আবুল কালাম বাহাদুর (৫০) নামের ওই আসামিকে আটক করা হয়।

 

তিনি রাজাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে এবং মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।

 

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষে রফিকুল ইসলাম বাদী হয়ে গত মঙ্গলবার (১৮ আগস্ট) পেকুয়া থানায় মামলা করেন। এতে পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং আরও পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

মামলার আসামিরা হলেন- আবুল কালাম বাহাদুর, একই গ্রামের মৃত বশত আলীর দুই ছেলে রবিউল আলম (৪৫) ও মোহাম্মদ রফিক (৫২), মৃত নুরুল ইসলামের দুই ছেলে বদিউল আলম (৫৫) ও সিদ্দিক আহমেদ (৫০)।

 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) উগ্যজাই মারমা বলেন, শনিবার সন্ধ্যায় চৌমুহনী এলাকা থেকে আবুল কালাম বাহাদুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ রয়েছে।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

 

উল্লেখ্য, মামলার সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট জমি খাজনা অনাদায়ের কারণে ১৯৫৮ সালে সরকার নিলাম ঘোষণা করে। পরে ১৯৬০ সালে কক্সবাজার মুন্সেফ আদালতের ডিক্রি মূলে ছিদ্দিক আহমদ জমিটি নিলামে খরিদ করেন। তিনি ১৯৭০ সালে জমিটি রমিজ আহমদের কাছে বিক্রি করেন। এরপর থেকে সাংবাদিক পরিবারের নামে জমির খতিয়ান রেকর্ডভুক্ত হয় এবং রমিজ আহমদের উত্তরাধিকার সূত্রে তার সন্তানরা বর্তমানে মালিকানা ভোগ করছেন।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট