চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহারের পর এবার ওসিকে বদলি
ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম

চকরিয়ায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহারের পর এবার ওসিকে বদলি

চক‎রিয়া সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৫ | ১০:২৫ অপরাহ্ণ

‎কক্সবাজারের চকরিয়া থানার হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় এবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

 

শনিবার (২৩ আগস্ট) তাকে বদলি করা হয় বলে নিশ্চিত করেছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস।

 

আগেরদিন থানা পুলিশের এএসআই মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল ইশারক হোছাইন ও মো. মহিউদ্দিনকে ডিউটিতে গাফিলতির অভিযোগে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

দুর্জয় চৌধুরীর মৃত্যুর কারণ তদন্তে গঠিত তিন সদস্যের কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও এএসপি জানান।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট