চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হালদা নদীতে নিষিদ্ধ বাল্কহেড, মালিককে লাখ টাকা জরিমানা
বালু বহনকারী নিষিদ্ধ ইঞ্জিনচালিত বাল্কহেড

হালদা নদীতে নিষিদ্ধ বাল্কহেড, মালিককে লাখ টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৫ | ৯:৪০ অপরাহ্ণ

হালদা নদীতে বালু বহনকারী নিষিদ্ধ ইঞ্জিনচালিত বাল্কহেড প্রবেশের অভিযোগে এক মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৩ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

 

তিনি বলেন, মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ইঞ্জিন চালিত বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বাল্কহেড মা মাছসহ নদীর জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে। তাই আইন ভঙ্গের কারণে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট