
রাউজান উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের আধারমানিক বল্লের দীঘিরপাড় বৌদ্ধ লক্ষ্মীকান্ত ভান্তের বাড়ির পাশে ২২ আগস্ট শুক্রবার রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় পঞ্চদির বড়ুয়া, যিশু চৌধুরী, সুনীল চৌধুরী, বিমল চৌধুরী ও পরিমল চৌধুরী—এই পাঁচ পরিবারের টিনশেড বসতঘর মুহূর্তের মধ্যে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত সূত্র থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও আসবাবপত্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/জাহেদ/পারভেজ