চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়া রেজুখাল চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ আটক ১
আটককৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ আসামি ফারুক

উখিয়া রেজুখাল চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

উখিয়া সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৫ | ৬:৩০ অপরাহ্ণ

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ এক মাদককারবারীকে আটক করেছে।

 

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে এ মাদককারবারি ধরা পড়ে।

 

আটককৃত মো. আক্তার হোসেন ফারুক (২৩) টেকনাফ উপজেলার সাবরাং আলীর ডেইল গ্রামের আমির হোসেনের ছেলে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম শনিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি আরও জানান, শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবির অধিনস্থ রেজুখাল চেকপোস্টের নিয়মিত তল্লাশি দল টেকনাফ থেকে কক্সবাজারগামী ১টি মোটর সাইকেল তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মোটরসাইকেল চালক ফারুককে আটক করা হয়। এছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। আটককৃত বার্মিজ ইয়াবা ও অন্যান্য মালামালসহ আসামিকে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশে সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে জানান।

 

বিজিবি অধিনায়ক এও বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/কায়সার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট