
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে সোর্স দিয়ে শতাধিক ফেনসিডিল বোতল পাচারের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ