চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে কিশোর গুরুতর আহত

চকরিয়া সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৫ | ১০:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিলবোর্ডে বিএনপির সম্মেলনের ব্যানার টানাতে গিয়ে মো. রাজু (১৫) নামে এক কিশোর ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টায় মহাসড়কের লক্ষ্যারচর জিদ্দবাজার রয়েল ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

আহত কিশোর রাজু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাইজপাড়া গ্রামের ফজল করিমের ছেলে।

‎আহত রাজুকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে একটি দোকানের চালায় পড়ে গুরুতর আহত হয়। তার পিঠের চামড়া পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়। এ বিষয়ে জানতে কুতুবউদ্দিনের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেনি। 

পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট