চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী

টেকনাফে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

টেকনাফ সংবাদদাতা

২১ আগস্ট, ২০২৫ | ২:২২ অপরাহ্ণ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে পাহাড় কাটার দায়ে হোয়াইক্যং মাঝেরপাড়া তয়ম গোলালের ছেলে মাটি ব্যবসায়ী মোহাম্মদ আলমকে এই জরিমানা করা হয়েছে।

অভিযানে বনবিভাগ ও টেকনাফ মডেল থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী।

তিনি বলেন, পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ (১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট