
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিপরীতমুখী পূরবী ও পূর্বানী পরিবহনের দুটি বাস সোনাই বটতল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে পূরবী বাসের সম্মুখভাগ এবং পূর্বানী বাসের পিছনের অংশে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় বাসের চালক, হেলপারসহ চারজন আহত হন। তারা হলেন- মির কান্তি দাশ (৫০), বাপ্পী নাথ (৪৭), নয়ন (৩৮) ও মো. জসিম (৪৭)। আহতদের দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/দেলোয়ার/জেইউ