
লোহাগাড়ায় চুনতি এলাকাধীন আরকান সড়কে টহল পুলিশ ১০ হাজার ইয়াবাসহ এক মোটর সাইকেল চালককে আটক করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে চট্টগ্রামমুখী আটক মোটর সাইকেল চালক সিএমপি’র পুলিশ সদস্য মুনিরুল ইসলাম বলে জানা যায় । তার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বালুখালী ২ নং ওয়ার্ডে। গ্রেপ্তার মনিরুল চট্টগ্রাম নগর পুলিশের এসবিতে ( বিশেষ শাখা ) কোতোয়ালী অঞ্চলের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। তিনি জানান, উল্লেখিত মাদক পাচারকারী ব্যক্তি সিএমপি’র কনস্টেবল। তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
পূর্বকোণ/মনির/আরআর/পারভেজ