চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি

রাউজানে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি

রাউজান সংবাদদাতা

২০ আগস্ট, ২০২৫ | ৯:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে আলমিরা ভেঙে ১০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

 

ভুক্তভোগী হালিমা বেগম জানান, অসুস্থ মাকে দেখতে তিনি বাইরে ছিলেন। এ সুযোগে চোরের দল ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে যায়। চুরি হওয়া ঘরটি প্রবাসী আশরাফ আলী আদনান ও মো. আরজুর মালিকানাধীন।

 

রাউজান থানার ডিউটি অফিসার এসআই আবদুর রশিদ বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এর আগে গত রবিবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার মার্কেট এলাকায় একটি রাইসমিল ও আসবাবপত্র কারখানায় চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম ও সরোজ ক্ষতিগ্রস্ত হন।

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট