
চট্টগ্রামের বাঁশখালীতে পাচারের সময় দুই হাজার ৪০০টি ইয়াবাসহ নুরুল আলম মুজাহীদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুল আলম মুজাহিদ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
তিনি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার সীমান্তব্রিজ এলাকায় তল্লাশি চৌকি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাইকে চালিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে তাকে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাইকে দৈনিক আজকের বসুন্ধরা নামে স্টিকার লাগানো ছিল।তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদের স্ত্রীও মাদক ব্যবসায় জড়িত। এর আগেও তিনি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
জানা গেছে, ‘দৈনিক আজকের বসুন্ধরা’ নামের এই পত্রিকাটি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কার্ড ব্যবসা চালিয়ে যাচ্ছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীরা এই পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র কিনে থাকে। এতে প্রকৃত সাংবাদিকতা পেশা কলঙ্কিত হচ্ছে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এই পত্রিকার কক্সবাজার জেলায় প্রায় ১৫ থেকে ২৫ জন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি রয়েছেন। যাদের অনেকেই নানা ধরনের অপকর্মে জড়িত।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু সাগর হালদার বলেন, গ্রেপ্তার মুজাহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ