চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে ১৫ দোকানিকে ৭১ হাজার টাকা জরিমানা

টেকনাফে ১৫ দোকানিকে ৭১ হাজার টাকা জরিমানা

টেকনাফ সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৫ | ১১:১৪ অপরাহ্ণ

টেকনাফ পৌর শহরে ১৫টি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শহরে সিন্ডিকেট করে ছোট-বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এই জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে টেকনাফ পৌর শহর প্রাণকেন্দ্র ঝর্ণা চত্বর এবং উপরের বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. রাকিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১৫টি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট