
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও আধুনিক করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)।
সোমবার ক্যাম্পাসে প্রথম দফায় ৬টি গাড়ি আনা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে তা পুরোদমে চালু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সেবার কার্যকারিতা অনুযায়ী ভবিষ্যতে গাড়ির সংখ্যা ধাপে ধাপে ৪০টিরও বেশি হবে।
ই-কার সেবা পরিচালনা করছে গ্রিণ ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ কোম্পানি, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাশোনা করবে আইনশৃঙ্খলার বিষয়। আপাতত গাড়িগুলোর পার্কিং স্থাপন করা হয়েছে মেরিন সাইন্স অনুষদের পাশে, পরবর্তী সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে স্টেশন স্থাপন করা হবে।
পরিচালিত রুট
ই-কার পরীক্ষামূলকভাবে দুটি রুটে চলবে। প্রথম রুটটি জিরোপয়েন্ট থেকে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি পর্যন্ত, আর দ্বিতীয় রুট জিরোপয়েন্ট থেকে সোহরাওয়ার্দী মোড় হয়ে ২ নম্বর গেট অতিক্রম করে আইন অনুষদ ও সোস্যাল সায়েন্স অনুষদ হয়ে ফের জিরোপয়েন্টে পৌঁছাবে।
ভাড়া ও সুবিধা
শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা। গাড়ির চালক এবং ভাড়া সংগ্রাহক থাকবেন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
ই-কার চালু হওয়ায় শিক্ষার্থীরা খুশি। তবে ভাড়া নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। শিক্ষার্থীদের দাবি সকল রুটে সর্বোচ্চ ভাড়া ৫ টাকা করে দিতে হবে। সিএনজির তুলনায় বেশি ভাড়া হলে তা শিক্ষার্থীদের কোন উপকারেই আসবে না।
চবি শিক্ষার্থী আল আমিন বলেন, ই কার শিক্ষার্থীদের কষ্ট লাঘব করবে। তবে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট থেকে লাইব্রেরি পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ১০ টাকা। অথচ সিএনজিতে ভাড়া ৭ টাকা। বেশি ভাড়া হলে শিক্ষার্থীরা কখনোই যাতায়াত করবে না। আশা করবো প্রশাসন বিষয়টি বিবেচনা করবে।
ই-কার সেবা উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ই-কার সেবা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। বর্তমান চবি প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে ক্যাম্পাসে সুন্দর একাডেমিক পরিবেশ সৃষ্টিতে এবং শিক্ষার্থীদের একাডেমিক সর্বোচ্চ সেবা প্রদানে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। ইতোমধ্যেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দৃশ্যমান হয়েছে। আজ ই-কার সেবা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও একটি সেবা যুক্ত হয়েছে।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ