
চট্টগ্রামের সাতকানিয়ায় খেলার ছলে পুকুরের পানিতে নেমে ডুবে দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শামসু মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর মধ্যে মোছাম্মৎ মুসকান উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি এলাকার মোহাম্মদ জুয়েলের মেয়ে এবং মোহাম্মদ সাফওয়ান উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সমশু মেম্বার পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, নিহতরা সম্পর্কে মামাত ভাই ও ফুফাতো বোন। বিয়ে উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে মুসকান। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুসকান ও তার মামাত ভাই সাফওয়ান খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামলে তারা দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে দুজনকে ভাসতে দেখেন। পরবর্তীতে এলাকাবাসী পুকুর হতে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুমন, পুকুরের পানিতে ডুবে মামাত ভাই ও ফুফাতো বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সোনাকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ