চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ ইজিবাইক চালক আটক
ইয়াবা ও ইজিবাইকসহ চালক আটক

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ ইজিবাইক চালক আটক

অনলাইন ডেস্ক

১৮ আগস্ট, ২০২৫ | ১০:২৬ অপরাহ্ণ

টেকনাফে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক চালককে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার ১৮ আগস্ট বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ শাখা উপজেলার মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট