চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়িতে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়ি সংবাদদাতা

১৮ আগস্ট, ২০২৫ | ৩:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ ও একটি ড্রেজার মেশিন বিকল করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

 

এলাকাবাসীর অভিযোগ, গত এক বছর ধরে একটি প্রভাবশালী চক্র এখানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে স্থানীয়দের বসতবাড়ি ও কৃষিজমি ভেঙে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ‘জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট