চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফ মেরিনড্রাইভ থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সীতাকুণ্ড উপকূলের সাগরে ভেসে এল অর্ধগলিত মরদেহ

সীতাকুণ্ড সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২৫ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূল থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি শিপইয়ার্ডের পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।

 

মরদেহটি আনুমানিক ৪০ বছর বয়সী কোন ব্যক্তির হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

 

সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মো. ওয়ালী উদ্দিন আকবর জানান, তারা স্থানীয় সূত্রে জানতে পারেন যে রবিবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কদমরসুল সাগর উপকূল এলাকায় অবস্থিত শিপব্রেকিং ইয়ার্ডের পশ্চিমে একটি অজ্ঞাতনামা অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সীতাকুণ্ড গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এখনো তার পরিচয় জানা যায়নি। আমরা নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট