চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চান্দগাঁওয়ে বাসের চাকায় পিষ্ট তরুণের পা
প্রতীকী ছবি

সীতাকুণ্ডে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

১৭ আগস্ট, ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত আবু তালেব (৬৫) সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার মো. আম্বিয়ার ছেলে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আবু তালেব রবিবার সন্ধ্যা ৭টার দিকে জোড়আমতল এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় নিহত হয়েছেন বৃদ্ধ আবু তালেব। তবে গাড়িটি শনাক্ত করা যায়নি। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের হাতে তুলে দেয়া হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট